বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

অনিয়মের অভিযোগে পরীক্ষা কেন্দ্রের সচিব ও হল সুপারকে অব্যাহতি

আপডেট : ০৭ মে ২০২৩, ১৯:২৭

ময়মনসিংহের গৌরীপুরে অনিয়মের অভিযোগে ইসলামাবাদ আলীম মাদ্রাসায় চলমান দাখিল পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও হল সুপারকে অব্যাহতি প্রদান করে নতুন কেন্দ্র সচিব ও হল সুপার নিয়োগ দেওয়া হয়েছে। অনিয়ম তদন্তে একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চলমান দাখিল পরীক্ষায় ইসলামাবাদ আলীম মাদ্রাসা কেন্দ্রে গত মঙ্গলবার (২ মে) আরবি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন কিল্লা বোকাইনগর ফাজিল মাদ্রাসার শিক্ষক আব্দুস সাবুর নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষার খাতায় লিখে দেয়।

এ বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরীক্ষাকেন্দ্রের উপজেলা নির্বাহী অফিসার ফৌজীয়া নাজনীন উক্ত পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিনকে কেন্দ্র সচিব থেকে অব্যাহতি দিয়ে কিল্লা বোকাইনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ছায়ীদুল হককে কেন্দ্র সচিব এবং হল সুপার শাহগঞ্জ মনির উদ্দিন মাদ্রাসার সুপার একেএম আব্দুল্লাহকে অব্যাহতি দিয়ে শিবপুর এল ইউ মাদ্রাসার সুপারকে হল সুপারের দায়িত্ব দেওয়া হয়।

অভিযুক্ত শিক্ষক আব্দুস সাবুরের বক্তব্য নেওয়ার জন্য মোবাইল কল করলে ফোন ধরেননি তিনি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

অব্যহতিপ্রাপ্ত পরীক্ষা কেন্দ্রের হল সুপার শাহগঞ্জ মনির উদ্দিন মাদ্রাসার সুপার একেএম আব্দুল্লাহ বলেন, এ বিষয়ে তার কোনো মন্তব্য নাই।

ইত্তেফাক/পিও