ফিলিস্তিনে খাদ্য সহায়তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)। আগামী মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ফিলিস্তিনি অঞ্চলে কাজ করা ডব্লিউএফপির এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।
ফিলিস্তিনে ডব্লিউএফপির আবাসিক প্রতিনিধি সামার আবদেলজাব মুঠোফোনে বলেন, 'তহবিলের তীব্র ঘাটতির কারণে আমরা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমাদের সমর্থন সীমিত করা হচ্ছে। ফলে ডব্লিউএফপি দুই লাখের বেশি ফিলিস্তিনিকে সহায়তা করতে পারবে না, যা মোট উপকারভোগীর ৬০ শতাংশ।'
প্রতিবেদনে বলা হয়, ডব্লিউএফপির এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পশ্চিম তীরের গাজার জনগণ। শহরটিতে ফিলিস্তিনের মধ্যে অপুষ্টি ও দারিদ্র্যের সর্বোচ্চ স্তর রয়েছে।