মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

আপডেট : ১১ মে ২০২৩, ১৩:৩১

দীর্ঘদিন বাঙালি নদীর বিভিন্ন পয়েন্টে প্রভাবশালীরা ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। 

স্থানীয়দের অভিযোগ, সারিয়াকান্দি উপজেলার গণকপাড়া, উত্তর দেবেরপাড়া, নারচী, নেউড়গাছা, গোদাগাড়ী, চর হরিণা, কুপতলা, হিন্দুকান্দি, চরগোসাইবাড়ী, কাঁটাখালি, রামচন্দ্রপুর, দেবডাঙ্গা, মাছিরপাড়া, ভেলাবাড়ী, বাঁশহাটা ও জোড়গাছা এলাকায় বাঙালি নদী থেকে চলছে বালু উত্তোলনের এ মহাউত্সব। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীর দুই পাড়ের ফসলি জমি এবং বিভিন্ন স্থাপনা নদী ভাঙনের কবলে পড়ার আশঙ্কা রয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ড জানায়, উপজেলায় বাঙালি নদীর নাব্য ফেরাতে ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড প্রকল্পের মাধ্যমে খনন কাজ সম্পন্ন করেছে। একটি নির্দিষ্ট মাত্রায় গভীরতা করে নদীর দুই তীর সিসি ব্লক দিয়ে নদী শাসন কাজ চলছে। এ অবস্থায় নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন চলতে থাকলে নদী তীর রক্ষা কাজও ধসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সারিয়াকান্দির উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ন কবির বলেন, শুধু সারিয়াকান্দিতে নয়, সোনাতলা ও ধুনটেও একই অবস্থা। বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে ইতোমধ্যে থানায় অভিযোগ করা হয়েছে।

সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, অভিযান চলছে। অ্যাসিল্যান্ডকে বলেন, আমি পুলিশ দিয়ে সহযোগিতা করব।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক বলেন, আমি নতুন এসেছি। তবে যেখানে যেখানে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে সেখানে সেখানে অভিযান পরিচালনা করা হবে।

ইত্তেফাক/আরএজে