মায়েদের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশের একটি বিশেষ উপলক্ষ মা দিবস। পরিবারের সকলের যত্নআত্তির খেয়াল রাখতে গিয়ে আমাদের মায়েরা প্রায়শই নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা ভুলে যান। নিঃস্বার্থভাবে নিজেকে বিলিয়ে দেওয়া মায়েদের প্রতি ভালোবাসা প্রকাশের অনন্য উপলক্ষ হিসেবে আসে মা দিবস।
আমাদের মায়েরা আমাদের কাছ থেকে ভালোবাসার বাইরে আর কিছু চান না। আর তাই আমরাও অনেকেই মা দিবসের উপহার হিসেবে ফুল, চকলেট, কার্ড বা বাঁধাই করা ফ্রেমের মতো গতানুগতিক উপহারের বাইরে কিছু ভাবতে ব্যর্থ হই।
অনেকেই হয়তো ভাবছেন, এই বিশেষ দিনটিতে মাকে নতুন কি উপহার দেওয়া যায়। মমতাময়ী মায়ের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশে এবারের মা দিবসে সেরা উপহার হতে পারে প্রকৃতি থেকে অনুপ্রাণিত ত্বক পরিচর্যাকারী অনন্য কোনো স্কিন কেয়ার পণ্য। এই উপহার তাদের ত্বকের যত্ন নেবে, পাশাপাশি মনকেও সতেজ করে তুলবে। আমাদের মায়েরা সাধারণত নিজেদের যত্ন নেওয়ার জন্য তেমন কোনো সময় বরাদ্দ রাখেন না। নিজের মন ভালো রাখতে ‘মি-টাইম’ বলে এমন কোনো আলাদা সময় তাদের থাকে না বললেই চলে। কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে নিজের, বিশেষ করে নিজের ত্বকের যত্ন নেওয়া সকলের জন্যই গুরুত্বপূর্ণ। তারুণ্যে আমাদের ত্বকে কোলাজেন ও ইলাস্টিন উৎপাদন বেশি থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে বয়স বৃদ্ধির ফলে তা কমতে থাকে। তাই ত্বকের কোষের স্বাভাবিক প্রক্রিয়া অব্যাহত রাখতে আমাদের স্কিনকেয়ার রুটিন মেনে চলতে হয়, যা আমাদের মনকেও ভালো রাখে।
ভিটামিন ই এর মতো কিছু উপাদান আছে, যা ত্বক ভালো রাখার উপাদানে ভরপুর। ত্বকের ধরণ, টোন বা টেক্সচার অনুযায়ী সবধরনের ত্বকের যত্নেই ভিটামিন ই কার্যকরী ভূমিকা রাখছে। তাই, ভিটামিন ই-সমৃদ্ধ কোনো পণ্য মা দিবসের বিশেষ উপহার হতে পারে। ভিটামিন ই যে কেবল ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে তা নয়, বরং এটি ত্বকের জন্য হাইড্রেশন পর্যাপ্ত রাখতে ও আর্দ্রতা ঠিক রেখে ত্বক আরও কোমল করে তুলতেও সহায়তা করে।
মা দিবসের উপহার হিসেবে আরেকটি সেরা স্কিনকেয়ার পণ্য হতে পারে বডি ইয়োগার্ট। এটি ত্বকের সঙ্গে খুব দ্রুত মিশে গিয়ে হাইড্রেটিং ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। বডি ইয়োগার্ট মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ত্বকে প্রবেশ করে, যা খুব দ্রুত ত্বককে প্রাণবন্ত ও উজ্জ্বল করে তোলে। এতে বায়ো-ফার্মেন্টেড হায়ালুরোনিক অ্যাসিড রয়েছে, যা ত্বকে পানির পরিমাণ কমে যাওয়া ও শুকিয়ে যাওয়া রোধ করে। আমন্ড মিল্ক, ফলের নির্যাস বা সবুজ সবজি থেকে সংগ্রহীত গ্লিসারিনের মাধ্যমে এসব পণ্য তৈরি করা হয়, তাই এগুলো সম্পূর্ণ ভেগান।
কেমিক্যাল নির্ভর স্কিনকেয়ার পণ্য দীর্ঘসময় ধরে ব্যবহার করলে তা আমাদের ত্বকের ক্ষতি করতে পারে। এগুলো ব্যবহারের কারণে আমাদের ত্বকের হাইড্রেশনের মাত্রা ও স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। স্কিনকেয়ার পণ্য কেনার আগে তাই আমাদের অবশ্যই পণ্যের বিষয়ে যথেষ্ট তথ্য জেনে নিতে হবে। এক্ষেত্রে যুক্তরাজ্যের খ্যাতনামা সাস্টেইনেবল বিউটি ব্র্যান্ড দ্য বডি শপ’এর কথা উল্লেখ করা যায়, যারা ইতোমধ্যে স্কিনকেয়ার পণ্যের ক্ষেত্রে এক নির্ভরযোগ্য নামে পরিণত হয়েছে। দ্য বডি শপের রয়েছে ভিটামিন ই-নির্ভর পণ্যের সমাহার, যা সবসময় ত্বকের হাইড্রেশন পর্যাপ্ত রাখতে ও আর্দ্রতা ঠিক রেখে ত্বক আরও কোমল করে তুলতে সাহায্য করে। এছাড়া ব্র্যান্ডটির রয়েছে প্রকৃতি থেকে অনুপ্রাণিত নানান ফ্লেভারের বডি ইয়োগার্ট, যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ত্বককে কোমল ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। এ সমস্ত
স্কিনকেয়ার পণ্য একদিকে যেমন সৌন্দর্য স্বাভাবিক রাখবে, অপরদিকে ত্বক ও শরীরের যত্ন নেয়ার সুযোগ করে দিয়ে মায়েদের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করবে।
কোনো উপহার দিয়েই আসলে মায়ের প্রতি সন্তানের ভালবাসার গভীরতাকে পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু মা দিবসের বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে আমাদের জীবনকে সুন্দর করে তোলা এই বিশেষ নারীর প্রতি ভালোবাসা, প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশের এই সুযোগকে আমরা কাজে লাগাতে পারি। মায়ের ত্বকের যত্নে একটি কার্যকর প্রসাধনী পণ্য বাছাইয়ের মধ্যে দিয়ে এই মা দিবসে আমরা মায়েদের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করতে পারি।