বাগেরহাটের মোংলায় জমি নিয়ে বিরোধের জেরে পবিত্র বৈরাগী (৩৫) নামে এক পল্লি চিকিৎসককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ সময় চিকিৎসকের স্ত্রী বাধা দিলে তাকেও মারধর করা হয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করেন। শনিবার (১৩ মে) উপজেলার সোনাইলতলা ইউনিয়নের জয়খাাঁ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে পবিত্র বৈরাগীর সঙ্গে প্রভাবশালী কিছু প্রতিবেশীর জমি নিয়ে বিরোধ চলছে। শনিবার জোরপূর্বক দখলে নিতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় প্রভাবশালী ওই প্রতিবেশীরা। এ সময় বাধা দিলে তার বাবা পরমানন্দ্র বৈরাগী (৭০) ও স্ত্রী মিতা বৈরাগীকে মারধর করে ঘরে অবরুদ্ধ করে রাখে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
পল্লি চিকিৎসক পবিত্র বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে মোংলা থানা থেকে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। পুলিশ কর্মকর্তার পরামর্শে ইউনিয়নের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
মোংলা থানার এএসআই মো. শামিম আকবর বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে পল্লি চিকিৎসক পবিত্র বৈরাগী ও তার স্ত্রী মিতা বৈরাগীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ দেননি।
মোংলা থানার ওসি মো. সামসুদ্দিন বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।