শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বরিশাল নৌকার কর্মীর ওপর হামলা: ছাত্রলীগ নেতাসহ ১৩ জন কারাগারে

আপডেট : ১৫ মে ২০২৩, ২১:১৭

বরিশালে সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মীকে পিস্তল ঠেকিয়ে মারধর ও হত্যার হুমকির মামলায় মহানগর ছাত্রলীগের আহ্বায়কসহ ১৩ জন কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (১৫ মে) বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল ফয়সাল এ আদেশ দেন। আদালত পরিদর্শক শিশির কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না, তার ছোট ভাই রিসাদ আহমেদ নাদিম, মেহেদী হাসান সম্পদ, পারভেজ হাওলাদার, শান্ত ইসলাম, মামুন ওরফে কসাই মামুন, মিজানুর রহমান শাওন, রাশেদ হাওলাদার, আল আমিন হাওলাদার, নান্টু সন্যামত, ইমরান হোসেন সজিব, মো. আজিজুল হাকিম ফাহিম, মো. সুমন ওরফে টিয়া সুমন। 

এদিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছেন বলে জানিয়েছেন আদালত পরিদর্শক শিশির কুমার পাল। তবে আদালত আবেদনের বিষয়ে কোনো সিদ্বান্ত এখনও দেয়নি।

জানা যায়, রোববার রাতে বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাতের ৪ কর্মীকে মারধর করা হয়। এতে আহত হয়ে ৩ জন বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০ জন ও র‌্যাব তিনজনকে গ্রেপ্তার করে। হামলায় আহত নগরীর বাজার রোড এলাকার বাসিন্দা মনা আহম্মেদ বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেন। মামলায় মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্নাসহ ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়। 

আদালত পরিদর্শক শিশির কুমার পাল, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের রিমান্ডের আবেদন করলে আদালত ১৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। বাকিদের গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ।

কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস নাগ বলেন, হামলার ঘটনায় আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

ইত্তেফাক/এবি/পিও