রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভর্তি পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে ইবির ক্লাস-পরীক্ষা

আপডেট : ১৬ মে ২০২৩, ১৬:৫১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গুচ্ছ ভুক্ত তিনটি ইউনিট এবং বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র একটি ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে তিন-ধাপে মোট পাঁচ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে এসময় দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে।

মঙ্গলবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এসকল তথ্য জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, গুচ্ছ পদ্ধতির ২০২২-২৩ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের এ, বি ও সি ইউনিটের এবং ইবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে আগামী ১৯, ২০ ও ২৬, ২৭ মে এবং ২ থেকে ৫ জুন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও অফিসসমূহ যথারীতি খোলা থাকবে বলে উল্লেখ করেন তিনি। 

ইত্তেফাক/এআই