মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এসিড নিক্ষেপ, গ্রেপ্তার ১

আপডেট : ১৬ মে ২০২৩, ২১:০৪

মৌলভীবাজারের রাজনগরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ভাগ্যরাণী বাউড়ী এক তরুণীকে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ লাল চান বাউরী (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। 

সোমবার  (১৫ মে) বিকালে উপজেলার চান্দভাগ চা বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লাল চান উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চান্দভাগ চা বাগান এলাকার মৃত অনিল বাউরীর ছেলে।

জানা যায়, উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চান্দভাগ চা বাগানের লাল চান বাউরী একই চা বাগানের মৃত রবিলাল বাউড়ির মেয়ে ভাগ্যরাণী বাউড়িকে (১৮) প্রায়শই রাস্তাঘাটে উত্যক্ত করত। কিছুদিন আগে লাল চান বাউরী ভুক্তভোগীর পরিবারেকে বিয়ের প্রস্তাব দেয়। এই প্রস্তাবে সাড়া না দেওয়ায় লাল চান ভুক্তভোগীর ওপর ক্ষিপ্ত হয়। রোববার রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী ঘরে রান্না করার সময় অভিযুক্ত লালচান বাউরী সিরিঞ্জের ভেতর এসিড নিয়ে ছিদ্র দিয়ে ভাগ্যরানীর ওপর নিক্ষেপ করে। এতে ভাগ্যরাণীর ডান চোখ ও গালের অংশ পুড়ে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ভুক্তভোগীর ভাই রতন কুমার বাউরী বাদী হয়ে লাল চান বাউরীকে আসামি করে রাজনগর থানায় একটি মামলা করেন

রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, ভুক্তভোগীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আসামি লাল চান বাউরী প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসিড নিক্ষেপের কথা স্বীকার করেছে।

ইত্তেফাক/এবি/পিও