শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

যমুনা ভাঙনে ঝুঁকিতে সরিষাবাড়ী-ভূয়াপুর-ঢাকা মহাসড়ক

আপডেট : ১৮ মে ২০২৩, ১৬:০৮

জামালপুরের সরিষাবাড়ীতে জোয়ারে নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় যমুনার পূর্ব তীরে নদী ভাঙন দেখা দিয়েছে। ফলে সরিষাবাড়ী-ভুয়াপুর-ঢাকা মহাসড়ক ঝুঁকিতে পড়েছে।

ভাঙ্গন রোধে শিগগিরই ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের বটতলা এলাকায় হঠাৎ জোয়ারে যমুনার পানি বেড়ে যাওয়ায় নদীর ভাঙন দেখা দিয়েছে। যমুনার এ ভাঙনে বাম তীরে গড়ে উঠা হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ সরিষাবাড়ী-ভুয়াপুর মহাসড়ক ঝুঁকিতে পড়েছে।

সড়কটি ভেঙে পড়লে যমুনা সার কারখানার উৎপাদিত সার টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের জেলাগুলোতে পরিবহন বন্ধ হয়ে যাবে। তীরে বসবাসকারী লোকজন এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

কাওয়ামারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. কাশেম আলী, পোল্ট্রি খাদ্য ও ওষধ ব্যবসায়ী মামুনুর রশিদ মিন্টুসহ কয়েকজন এলাকাবাসী বলেন, শিগগিরই এ ভাঙনরোধে ব্যবস্থা না নিলে ভরা মৌসুমে ভাঙন আরো তীব্র হয়ে উঠবে। বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলিন হয়ে যাবে। ফলে নদীর বাম তীরে বসবাসকারীরা আশ্রয়হীন হয়ে পড়বে বলে আশঙ্কা করেছে স্থানীয়রা।

নদীর ভাঙনের ঝুঁকিতে সরিষাবাড়ী-ভুয়াপুর-ঢাকা মহাসড়ক।ছবি: ইত্তেফাক

পিংনা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড সদস্য জামাল উদ্দিন বলেন, ভাঙনের বিষয়টি ইউনিয়ন পরিষদে আলোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ভাঙনের বিষয়টি তার জানা ছিল না। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

২০১০ সালে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন থেকে দেওয়ানগঞ্জ উপজেলার ফুটানি বাজার পর্যন্ত ৩টি পয়েন্টে ৪৫৫ কোটি টাকার ব্যয়ে ১৬ দশমিক ৫৫ কিলোমিটার যমুনার বাম তীর সংরক্ষণ প্রকল্প বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। বাঁধ নির্মাণের কাজ ২০১৭ সালে শেষ হয়। গত কয়েকদিনে যমুনার পানি বেড়ে নদীর বাম তীর সংরক্ষণ বাঁধে কয়েকটি জায়গায় ভাঙন দেখে দিয়েছে।

ইত্তেফাক/আরএজে