শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জাবিতে প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে জাদুঘর দিবস পালিত 

আপডেট : ১৮ মে ২০২৩, ১৭:৩১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রত্নতত্ত্ব বিভাগের আয়োজনে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন থেকে একটি র‍্যালি শুরু হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মো. মাসুদ ইমরান, সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন, সহযোগী অধ্যাপক ড. নূরুল কবির ভূঁইয়া ও সহযোগী অধ্যাপক সাবিকুন নাহার প্রমুখ। 

আয়োজন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন বলেন, 'আমাদের বিভাগে জাদুঘর সম্পর্কিত কিছু বিষয় আছে। তাই প্রতি বছর সকলের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সপ্তাহ ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করি৷ এ আয়োজনের মাধ্যমে আমরা সকলকে বোঝানোর চেষ্টা করি যে, জাদুঘরের প্রয়োজনীয়তা আছে৷'

ইত্তেফাক/এআই