শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাবির ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বাতিলের দাবি মানববন্ধন

আপডেট : ১৮ মে ২০২৩, ১৭:৫৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসানের মাধ্যমে  উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সদস্য সোহাগী সামিয়ার সঞ্চালনায় সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী বলেন, 'বিশ্ববিদ্যালয় কোন জুয়া খেলার আসর নয়, যেখানে দৈব চয়নের ভিত্তিতে বাছাই করা হবে। আশা রাখি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করবে। আমরা লক্ষ্য করছি, বার বার বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতি দিয়েও রাখছেন না৷ আমরা শিফট পদ্ধতি বাতিল চাই৷ শিফট পদ্ধতি বাতিল করা না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, 'আমরা অভিন্ন প্রশ্নপদ্ধতি ও শিফট পদ্ধতি বাতিল চাই। চাইলেই অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়া সম্ভব। তবে প্রশাসন নিজেদের মুনাফা বৃদ্ধির জন্যই শিফট বৈষম্য চালু রাখছেন। বার বার বলার পরেও তারা আমাদের কথায় কর্ণপাত করেনি। তাই অবিলম্বে শিফট পদ্ধতি বাতিল করে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।

এর আগে, আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বহাল রাখার বিষয়ে মত দেন শিক্ষকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাডেমিক কাউন্সিলের এক সদস্য বলেন, 'এ বছর শিফট কমানোর চেষ্টা করা হবে। ছাত্র ও ছাত্রীদের আলাদা শিফটে পরীক্ষা নেওয়া হবে। শিফট পদ্ধতি বাতিলের লক্ষ্যে ক্যাম্পাসের বাহিরে পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। তবে একাডেমিক কাউন্সিলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পরীক্ষা নেওয়ার পক্ষে মত দেন।'

ইত্তেফাক/এআই