শনিবার, ১০ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিএনপির ১৬ নেতাকর্মী গ্রেপ্তার, থানায় দেখতে গিয়ে সেক্রেটারিও আটক

আপডেট : ২০ মে ২০২৩, ১৪:৫৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা অভিযান চালিয়ে পুরানো একটি নাশকতা মামলায় বিএনপির ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ মে) রাত ১২টা থেকে শনিবার (২০ মে) ভোর সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, শনিবার সকালে গ্রেপ্তার দলের নেতাকর্মীদের দেখতে গিয়ে থানার গেইট থেকে আটক হন পৌর বিএনপির সেক্রেটারী জিল্লুর রহমান ওল্টু।

২০২২ সালে দায়ের করা একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা  হলেন পৌর বিএনপির সেক্রেটারি জিল্লুর রহমান ওল্টু (৫৬), রফিকুল ইসলাম (৪২) উজ্জ্বল হোসেন (৩৫), আব্দুল আলিম (৩৬), রাজু (৩০), মোখলেসুর  রহমান মিলন (৪৫), সাফায়েত হোসেন (৩৭), ইফতেখারুল ইসলাম (২৯), শফিকুল আজম ডালিম (৩৭), জহুরুল ইসলাম (৩৬), জহুরুল হক (৩৬), বেনজির আহমেদ স্বপন (৪৫), নাসির উদ্দিন (৪৫), ওবায়দুর রহমান বেল্টু (৩৩), সাইফুর রহমান (৪৪), ইকতার (৪৫), দেলোয়ার হোসেন ঝন্টু (৪৩) ও আমিনুল ইসলাম ( ৫৭।

আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। অভিযান চালিয়ে ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে ।

ইত্তেফাক/আরএজে