রাজবাড়ীতে ১০ দফা দাবিতে বিএনপির সমাবেশে যুবলীগ-ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।
শনিবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সামনের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল পুলিশ বিএনপির ২৫ জন নেতা-কর্মীকে আটক করেছে।
জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে বিএনপির জেলা কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ করে। সমাবেশের উদ্দেশ্যে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবন থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সামনে পৌঁছালে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি করে। এ সময় ঘটনাস্থল পুলিশ বিএনপির ২৫ জন নেতা-কর্মীকে আটক করেছে।
জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালিয়েছে। পুলিশও বেপরোয়া লাঠিচার্জ ও গুলিবর্ষণ করেছে। এতে আমাদের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। প্রায় ৩০ জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, বিএনপির নেতা-কর্মীরা পুলিশ লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ইটপাটকেলের আঘাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।