রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬৭২ পিস ইয়াবাসহ সোহেল রানা নামে এক যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক সোহেল রানা পাবনার সাঁথিয়া থানার গৌরীগ্রামের মৃত তায়জল খলিফার ছেলে।
শনিবার (২০ মে) সকাল ১০ টার দিকে ওই যাত্রীকে আটক করা হয়। সন্ধ্যায় বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। বিষয়টি নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, যাত্রী মো সোহেল রানা সকাল ৯টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিসে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের পর ওই যাত্রী ইয়াবা রয়েছে বলে স্বীকার করে।
জিয়াউল হক আরও বলেন, সোহেল রানা তার পকেটের ভেতর থেকে ১৬৭২ পিস ইয়াবা বের দেন। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।