কলকারখানার বিষাক্ত বর্জ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে মারাত্মকভাবে দূষিত হয়ে ফুলজোড় নদীর মাছসহ বিভিন্ন প্রকার জলজ প্রাণী মরে ভেসে উঠছে বলে অভিযোগ উঠছে। রোববার (২১ মে) সকালে ফুলজোড় নদীর ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, ফুলজোড় নদীর উজান দিকে বগুড়ার শেরপুর উপজেলায় বিভিন্ন শিল্পকারখানা স্থাপন করা হয়েছে। ওইসব কারখানার বিষাক্ত বর্জ্য এ নদীতেই ফেলা হচ্ছে। ফলে নদীর পানি দূষিত হয়ে নদীর মাছ, ঝিনুক, শামুকসহ জলজ প্রাণী মরে ভেসে উঠছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিরাজগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক দীপক কুমার কর বলেন, কারখানার বিষাক্ত বর্জ্যে মারাত্মক দূষণের শিকার হচ্ছে ফুলজোড়। দূষণরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে।
রায়গঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. হাফিজুর রহমান জানান, বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।