শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফ্রান্সে কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

আপডেট : ০৪ জুন ২০২৩, ১২:২৯

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে বাংলাদেশি কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারে ত্রি স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা ২৫৬৭ বুদ্ধাব্দ উদযাপন উপলক্ষে অষ্টপরিষ্কারসহ সংঘদান, ২৮ বুদ্ধের পূজা, বুদ্ধের ধাতু প্রদর্শন ও জ্ঞাতি সম্মেলন সম্পন্ন হয়েছে।

রবিবার (২১ মে) সকালে অষ্ঠপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্সস্থ বার্মিজ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ কুমারা ছেয়াদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঐতিহাসিক রামু রামকোট বনাশ্রমের পরিচালক কে শ্রী জ্যোতিসেন মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংঘরাজ শাসনশ্রী বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সদ্ধর্মদিশারী ভদন্ত লোকানন্দ মহাথের।

কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের বিহারাধ্যক্ষ ভদন্ত জ্যোতিসার থের'র সঞ্চালনায় ভদন্ত খেমাচারা মহাথের,ভদন্ত বুদ্ধপ্রিয় থের,ভদন্ত সুমনানন্দ থের, ভদন্ত প্রিয়রত্ন থের, ভদন্ত শাক্যবংশ থের প্রমুখ উপস্থিত ছিলেন। পঞ্চশীল প্রার্থনা করেন সুমন বড়ুয়া। 

বিকেল ২ টায় সদ্ধর্ম সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সস্থ বার্মিজ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ কুমারা ছেয়াদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঐতিহাসিক রামু রামকোট বনাশ্রমের পরিচালক কে শ্রী জ্যোতিসেন মহাথের, প্রধান  ধর্মদেশক ছিলেন  বাংলাদেশ থেকে আগত  বান্দরবান রামজাদী বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত উ.গুণ বর্ধন পঞঞা মহাথেরো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংঘরাজ শাসনশ্রী বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সদ্ধর্মদিশারী ভদন্ত লোকানন্দ মহাথের। দেশনা করেন ভদন্ত শাক্যবংশ থের। 

কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের বিহারাধ্যক্ষ ভদন্ত জ্যোতিসার থের'র উদ্বোধনী বক্তব্য রাখেন।উদয়ন বড়ুয়ার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন সুনিল বড়ুয়া।

ইত্তেফাক/কেকে