শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চাঁদ, তোর বুকের পাটা কত বড় দেখে নিতাম: ডা. মুরাদ

আপডেট : ২২ মে ২০২৩, ২১:১৪

‘চাঁদ’ তোর কপাল ভালো রে, তোর বুকের পাটা কত বড় দেখে নিতাম’ বলে মন্ত্রব্য করেছেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। সোমবার (২২ মে) বিকালে জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ সমাবেশে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে উদ্দেশ্য করে এ কথা বলেন তিনি।

ডা. মুরাদ বলেন, যে বক্তব্যটা তুই রাজশাহীতে দিছস, আসতি আমাদের ময়মনসিংহে, আসতি আমাদের জামালপুরে, আসতি আমার সরিষাবাড়িতে, তোর বুকের পাটা কত বড়, তোর কত হিম্মত, তোর বুকে কত রক্ত দেইখা দিতাম। তোর কপাল ভালোরে বলে গালিগালাজ করে। তোর বাবার নাম কী তাও জানি না, তোর মা’র নাম কি তাও জানি না। 

গত ১৯ মে বিকালে রাজশাহীর পুঠিয়ার শিবপুরে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠাবেন বলে মন্ত্রব্য করেন।

সে দিনের ওই বক্তব্যে চাঁদ বলেন, ‘আর ২৭-১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার, তা করব আমরা ইনশাআল্লাহ।’

ইত্তেফাক/এবি/পিও