লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে বর্ণবাদের শিকার হন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। এই ঘটনায় উত্তাল এখন পুরো ফুটবল বিশ্ব। এই ঘটনার জের ধরে সে উঠেছে ফুটবলের সাবেক থেকে বর্তমান কিংবদন্তিরা। ভিনিসিয়াসের পাশে দাঁড়িয়েছেন অনেকে। সেই তালিকায় নাম লেখালেন ভিনিসিয়াসের স্বদেশী বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনহা।
মঙ্গলবার (২৩ মে) রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। ম্যাচের ৬৩ মিনিটে রাফিনহাকে তুলে নেয় বার্সা কোচ জাভি। সেই সময় জার্সি খুলে ফেলেন রাফিনহা। জার্সির নিচে গায়ের এক গেঞ্জিতে এক বার্তা লেখা ছিল।
রাফিনহার গায়ের সেই গেঞ্জিতে লেখা ছিল, ‘যতদিন পর্যন্ত চোখের জ্যোতির চেয়ে গায়ের রং বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে, ততদিন পর্যন্ত যুদ্ধ থাকবে। ভিনি তোমার সঙ্গে আমি আছি।’