শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গাজীপুর সিটি নির্বাচনে বিজিবির টহল

আপডেট : ২৫ মে ২০২৩, ১২:৪৪

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রগুলো টহল দিচ্ছেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশ, র‌্যাব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (২৫ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, একই দিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

পুলিশ ও বিজিবির সূত্র থেকে জানায়, গাজীপুর সিটি নির্বাচনে বিজিবির পাশাপাশি প্রায় পাঁচ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রের পাশাপাশি বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন তারা। এছাড়া পুলিশ বাহিনীর মোবাইল ডিউটি, স্ট্রাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কমিশনার মোল্যা নজরুল ইসলাম জানান, একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আমাদের মূল উদ্দেশ্যে। ভোটাররার এসে যেন সুন্দরভাবে ভোট দিয়ে যেতে পারেন, সেই চেষ্টাই করছি।

ইত্তেফাক/কেকে