লক্ষ্মীপুর ও বগুড়ায় রোববার (২৮ মে) সকালে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে।
তারা হলো লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ এলাকার সালেহ আহম্মেদ রুবেলের স্ত্রী ঝর্ণা আক্তার সুমি (২৬) এবং বগুড়ার আদমদীঘির ডহরপুর গ্রামের শামিম হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৯), সে পাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
লক্ষ্মীপুর সদর থানার ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, সকালে ক্ষ্মীপুরের দক্ষিণ তেমুহনী থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশাটি কমলনগরের দিকে যাচ্ছিল। পথে লক্ষ্মীপুর ও রামগতি আঞ্চলিক সড়কের মিয়ারবেড়ী এলাকায় পৌঁছালে রামগতি থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমি আক্তার নিহত হন। এ সময় নারী ও শিশুসহ আরো তিনজন আহত হন।
বগুড়ার আদমদীঘিতে বাসের ধাক্কায় ৯ বছরের শিশু নিহত হয়েছে। দমদীঘির ডালম্বা স্থানে এই দূঘটনা ঘটে।
আদমদীঘি থানা ওসি রেজাউল করিম রেজা জানান, সকালে বাবার সঙ্গে শিশু আবু বক্কর বাজার করে রাস্তা পার হওয়ার সময় নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সে নিহত হয়।