পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত দুই পরিবারের মাঝে সরকারি সহায়তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) সকালে বজ্রপাতে গাছ পরে নিহত জয়নব বিবির স্বামী কাসেম বয়াতী ও বিলে গরু আনতে গিয়ে নিহত হাসান মোড়লের অন্ধ মা মাহমুদা বেগমের হাতে চেক তুলে দেন কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
প্রত্যেক পরিবারকে ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।
এ ব্যাপারে ইউএনও মোজাহাঙ্গীর হোসেন জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর (ক্যাশ) কর্মসূচির আওতায় নিহতর পরিবারকে এ সহায়তা দেওয়া হয়েছে।
এর আগে গত ১৫ মে বজ্রপাতের আঘাতে গাছ পরে নিহত হন উপজেলার চাকামাইয়া ইউনিয়নের জয়নব বিবি ও ২৪ মে বিলে গরু আনতে গিয়ে নিহত হয় ডালবুগঞ্জের হাসান মোড়ল।