শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জরিমানা দিয়ে পয়েন্ট কাটা এড়াতে সম্মত জুভেন্টাস

আপডেট : ৩১ মে ২০২৩, ১৫:৫০

অ্যাকাউন্ট জালিয়তির মাধ্যমে লেনদেনের মামলায় ৭ লাখ ইউরোরও বেশি জরিমানা দিয়েও সিরি'আতে পয়েন্ট কাটা এড়াতে চাই জুভেন্টাস। ইতালির ফুটবল ফেডারেশনের আদালতে দর কষাকষির মাধ্যমে পয়েন্ট কাটার পরিবর্তে জরিমানা দিতে সম্মত হয় ক্লাবটি। 

ক্রীড়া আদালতের সঙ্গে দর কষাকষির মাধ্যমে একাধিক মামলা থেকেও রক্ষা পেতে পারে তুরিনের বুড়িরা। দল বদলে ব্যাংক অ্যাকাউন্ট জালিয়তির ঘটনায় প্রাথমিকভাবে জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইতালি ফুটবল  ফেডারেশন। পরে আদালতের হস্তক্ষেপে ওই সিদ্ধান্ত পরিবর্তন করে ১০ পয়েন্ট কেটে নেয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এবার পারস্পরিক সমঝোতার মাধ্যমে আসা নতুন সিদ্ধান্তের বিপক্ষে নতুন করে আদালতে আপীল না করার বিষয়েও সম্মত হয়েছে জুভেন্টাস। 

ইতালীয় ফেডারেশনের ডিসিপ্লিনারি আদালত (এফআইজিসি) জানায় তারা জুভেন্টাসকে ৭ লাখ ১৮ হাজার ২৪০ ইউরো জরিমানা করেছেন। অপরদিকে এর সঙ্গে জড়িতদের জরিমানা হিসেবে গুনতে হবে ১০ হাজার থেকে ৪৭ হাজার ইউরো পর্যন্ত।  

১০ পয়েন্ট কাটার পরও বর্তমানে সিরি'আর পয়েন্ট তালিকার সপ্তম অবস্থানে রয়েছে জুভেন্টাস। হাতে রয়েছে আরো একটি ম্যাচ। শেষ ম্যাচ পর্যন্ত এই অবস্থান ধরে রাখতে পারলে আগামী মৌসুমের ইউরোপা কনফারেন্স লিগে খেলতে পারবে তারা। তবে এখনো পঞ্চম অবস্থান নিয়ে মৌসুম শেষ করার সুযোগ রয়েছে জুভেন্টাসের। সে ক্ষেত্রে ইউরোপা লিগে খেলার সুযোগ পাবে ক্লাবটি। 

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন