রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রোপনকৃত ৪শ কলা গাছ কাটার অভিযোগ

আপডেট : ০১ জুন ২০২৩, ১৩:২৭

চট্টগ্রামের হাটহাজারীতে রোপনকৃত ৪০০ কলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড উদালিয়া গ্রামে বুধবার (৩১ মে) এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, গত কয়েক সপ্তাহ আগে হাবিব, সাইফুল ইসলাম ও মহিন উদ্দিন বড় আকারের ৪০০ কলা গাছ রোপন করেন কিন্তু সে সব কলা গাছ কেটে তছনছ করে দেয় দুর্বৃত্তেরা। ধারদেনা করে লাগানো গাছ কেটে ফেলায় বাকরুদ্ধ তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাটহাজারী মডেল থানা বরাবরে লিখিতভাবে অভিযোগ দিয়ে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বলেন, অভিযোগের চেয়ে মামলা করা দরকার ছিল।

ইত্তেফাক/আরএজে