ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভূক্ত তিনটি বিভাগ ও কলা অনুষদের একটি বিভাগের সমন্বয়ে গঠিত ডি ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। এবছর প্রতি আসনে লড়বেন ৭ জন।
শনিবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এসকল তথ্য জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম আলী হাসান বলেন, আগামী ৫ জুন দুপুর ১২টায় ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে। যা চলবে ১টা পর্যন্ত। এবছর মোট ৩২০টি আসনের বিপরীতে দুই হাজার ১২৭ জন শিক্ষার্থী আবেদন করছেন। সে হিসেবে পরীক্ষায় প্রতি আসনে লড়বেন প্রায় ৭ জন।