বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

২৬টি বাচ্চাসহ রেইনবো ওয়াটার মা সাপ উদ্ধার, খালে অবমুক্ত

আপডেট : ০৩ জুন ২০২৩, ১৮:০৯

পটুয়াখালীর কলাপাড়ার মৃত্যুর মুখ থেকে ২৬টি বাচ্চাসহ রেইনবো ওয়াটার মা সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ জুন) সকালে নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামে পাখিমারা খালে অবমুক্ত করা হয়েছ। 

রেইনবো ওয়াটার স্নেক (Rainbow water snake) বা মেটে প্রজাতির সাপটি কম বিষাক্ত। এ সাপ সাধারণত পুকুর, খাল ও ডোবায় বেশি থাকে। কিন্তু প্রচন্ড খরায় অধিকাংশ জলধারা শুকিয়ে যাওয়ায় এ সাপ লোকালয়ে চলে আসে।

এ কারণে শুক্রবার বিকালে একদল কিশোর সাপটি ধরে মেরে ফেলার চেষ্টা কর। এ সময় পটুয়াখালী এনিমালস লাভার সংগঠনের সদস্যরা শিশুদের কাছ থেকে সাপটি উদ্ধার করে। সাপটি উদ্ধারের পর বাসায় নিয়ে গেলে একে একে ২৬টি বাচ্চা প্রসব করে সাপটি।  

শনিবার সকালে উদ্ধার করা সাপ ও সাপের ২৬টি বাচ্চা পাখিমারা খালে অবমুক্ত করা হয়েছে। 

এনিম্যাল লাভার্স অব পটুয়াখালী স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ সংগঠনের সদস্যরা জানান, বন্যপ্রাণী সুরক্ষায় তারা কলাপাড়া উপকূলজুড়ে কাজ করছে। বন্যপ্রাণী যাতে মেরে ফেলা না হয় এ জন্য মানুষকে সচেতন করছেন। সাপটি উদ্ধার করে বাচ্চাসহ ছেড়ে দিতে পেরে তারা অনেক খুশি।

ইত্তেফাক/পিও