রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রাজশাহীতে ছুরিকাঘাতে কাউন্সিলর প্রার্থীসহ জখম ৩

আপডেট : ০৪ জুন ২০২৩, ১৩:৩৬

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ চলাকালে ছুরিকাঘাতে এক কাউন্সিলর প্রার্থীসহ তিন জন জখম হয়েছেন বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। 

আহতরা হলেন ১৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশরাফ বাবুসহ, তার সমর্থক রেজাউল করিম রেজা (৪২) ও জয় হোসেন (৩২)। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিবদমান দুই কাউন্সিলর প্রার্থীই মহানগর যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। কাউন্সিলর প্রার্থী তৌহিদুল হক সুমন ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক। আহত আশরাফ বাবু মহানগর যুবলীগের সহসভাপতি।

নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের শিরোইল কলোনির এক নম্বর গেট এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আশরাফ বাবু অভিযোগ, শনিবার সন্ধ্যার পর তার নির্বাচনী কার্যালয়ের সামনে তৌহিদুল হক সুমনের কয়েকজন সমর্থক ধারালো অস্ত্র নিয়ে অবস্থান নেয়। এসময় প্রতিবাদ করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে।পরে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে সুমনের সমর্থকরা কার ওপর ছুরি নিয়ে হামলা করে। এতে তার হাত জখম হয়। এছাড়াও তার আরও দুই সমর্থক ছুরিকাঘাতে মারাত্মক জখম হন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, আশরাফ বাবু এবং বর্তমান কাউন্সিলর সুমনের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। নির্বাচনকে সামনে রেখে সেই বিরোধ আরও চরম আকার ধারণ করেছে।

অভিযোগের বিষয়ে কাউন্সিলর প্রার্থী তৌহিদুল হক সুমন বলেন, আমার কোনো লোকজন আশরাফ বাবুকে মারপিট করেনি। তার লোকজনই আমার কয়েকজন সমর্থককে পিটিয়েছে। কয়েকজনের বাড়িতেও হামলা করেছে।

এ বিষয়ে নগরীর চন্দ্রিমা থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার পর পরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/আরএজে