শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কুয়াকাটায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

আপডেট : ০৪ জুন ২০২৩, ১৪:৩৮

পটুয়াখালীর কুয়াকাটার যানজট নিরসনে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (৪ জুন) সকালে উপজেলার মহিপুর শেখ রাসেল সেতুর আলিপুর পয়েন্ট সংলগ্ন মহাসড়কে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উপচ্ছেদ করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:জাহাঙ্গীর হোসেন। 

অভিযানে যানজট নিরসনে মহাসড়কে অবৈধভাবে পার্কিং করা মোটরসাইকেল স্ট্যান্ড অন্যত্র সরিয়ে দেওয়া হয়। গত সপ্তাহে কলাপাড়ার বিভিন্ন স্থানে মহাসড়ক দখল করে গড়ে তোলা বিভিন্ন স্থাপনাও উচ্ছেদ করা হয়।

এ সময় কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মহাসড়ক দখল করে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রসাশনের অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/আর