ভোলার বোরহানউদ্দিনে নানা আয়োজনে পালিত হয়েছে দুর্নীতি বিরোধী দিবস। ‘দুর্নীতির সইবো না, করবো না, মানবো না’ এই শ্লোগানে সোমবার (৫ জুন) সকালে দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতা, বির্তক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বোরহানউদ্দিন মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া।
‘প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্য়করী উপায়’ এ বিষয়ের বিতর্কে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিজয়ী হয় পক্ষ দল বোরহানউদ্দিন বালিকা বিদ্যালয় ও রানার্সআপ হয় বিপক্ষ দল বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়। সেরা বিতার্কিক নির্বাচিত হয় বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা ও দুর্নীতির কুফলবিষয়ক রচনা প্রতিযোগিতায় প্রথম হন বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী গৌরী দাস।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বোরহানউদ্দিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও ইত্তেফাক প্রতিনিধি মনিরুজ্জামান, প্রধান শিক্ষক তহমিনা বেগম, উপজেলা দুদকের সাবেক সম্পাদক ফসিউর রহমান, দুদকের সহসভাপতি মো. ইউনুছসহ অনেকে।