সবুজ অরণ্যে ঘেরা প্রকৃতিতে সারি সারি গাছে আমের বাহার- এমনই সুন্দর দৃশ্য এবং পাকা আমের সুঘ্রাণে মুখরিত ভারতের ত্রিপুরার ধলাই জেলার অন্তর্গত গন্ডা তুইসা, যা পূর্বে গণ্ডাচেরা নামে পরিচিত ছিল।
এখানে অনেক প্রজাতির আমের মধ্যে বার্মিজ আম এবং আম্রপালি বিশেষ, যা পাঁচ বছর আগে রোপণ করা হয়। বিশেষজ্ঞদের আশা আগামী কয়েক বছরে এখানকার আমের উৎপাদন আরো বাড়বে।
এখানকার কৃষি পরিদর্শক, চন্দ্র কুমার রেয়াং বলেন, গন্ডা তুইসা মহকুমার প্রায় ২৫ জন কৃষক পাঁচ বছর আগে আমের চারা রোপণ করেছিলেন। তবে আম চাষিদের সহায়তা করার জন্য কৃষি বা উদ্যানতত্ত্ব বিভাগের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। বীজ সংগ্রহ থেকে শুরু করে বৃক্ষরোপণ পর্যন্ত সবকিছুই কৃষকেরা নিজেদের মতো করে করেছে। তবে, কৃষি বিভাগ কৃষকদের প্রযুক্তিগত সহায়তা দিয়েছে এবং ফলন বাড়াতে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সার সরবরাহ করেছে।
রেয়াং-এর মতে, ৫০ হেক্টরের বেশি জমি আম চাষের আওতায় আনা হয়েছে। এবছর আমের ফলনে লাভবান হয়ে আরও ২০ হেক্টর জমিতে আম চাষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, জাপানি প্রজাতির আম মিয়াজাকির ফলনও হচ্ছে এখানে। বাজারে এ প্রজাতির আমের তুমুল চাহিদা রয়েছে।