রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

তজুমদ্দিনে অধিকাংশ নলকূপ অকেজো, গরমে পানিসংকট

আপডেট : ০৮ জুন ২০২৩, ১১:৫৯

ভোলার তজুমদ্দিন উপজেলায় সরকারি নলকূপগুলো নষ্ট হয়ে অযত্ন অবহেলায় পড়ে থাকায় গরমে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। সরকারি নলকূপ থেকে ক্ষমতার অপব্যবহার করে অনেকে নিয়েছেন ব্যক্তিগত মোটর সংযোগ। জনবল সংকটের অজুহাত দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

খোঁজ নিয়ে জানা গেছে, তজুমদ্দিনে জনগণের চাহিদা অনুযায়ী প্রতি বছর ১৩০ করে গভীর নলকূপ স্থাপন প্রকল্প চলমান রয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাগজ কলমে হিসাব অনুযায়ী ৪২০টি গভীর নলকূপ সচল থাকার সংখ্যা দেখা গেলেও নেই অকেজো নলকূপের হিসাব।

উপজেলা সদরের শশীগঞ্জ বাজারে গিয়ে দেখা গেছে, বাজার ব্যবসায়ীদের পানির চাহিদা মেটাতে বসানো গভীর নলকূপগুলোতে ব্যক্তিগতভাবে মোটর সংযোগ দিয়ে লাইন নিয়েছেন প্রভাবশালীরা। যে কারণে চাহিদা অনুযায়ী পানি নিতে সমস্যায় পড়েন ব্যবসায়ীরা। এছাড়া নলকূপগুলো দ্রুত নষ্ট হয়ে যায়।

কয়েক জন ব্যবসায়ী জানান, বাজারে উন্মুক্ত চারটি নলকূপের মধ্যে দুটি দীর্ঘদিন নষ্ট হয়ে পড়ে রয়েছে। ইতোমধ্যে মেরামত না করায় বাতিল হয়ে গেছে বেশ কয়েকটি গভীর নলকূপ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নেই কোনো তদারকি।

এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবু জাফর মো. সাইদুর রহমান বলেন, রয়েছে জনবলসংকট। উপজেলায় মাত্র দুজন মেকানিক। অনেকে ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগতভাবে মোটর সংযোগ দিয়েছে, যা সরকারি নীতিমালা পরিপন্থি।

ইত্তেফাক/আরএজে