বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চট্টগ্রামে সংবাদিককে হামলা, হাসান বৈদ্যসহ ২ জন কারাগারে

আপডেট : ১১ জুন ২০২৩, ১৮:০৫

চট্টগ্রামের লোহাগাড়ার সংবাদকর্মী জাহেদুল ইসলামকে হামলার ঘটনায় সর্বরোগের ওষুধদাতা প্রধান আসামি প্রকাশ হাসান বৈদ্য ও মো. বাবুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১১ জুন) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মোস্তাাকিম তাসিনের আদালত এ আদেশ দেন। এর আগে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

সাংবাদিক জাহেদুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট সেলিম উল্লাহ চৌধুরী জানান, ঘটনার পর থেকে আসামিরা পালিয়ে বেড়াচ্ছিল। রোববার সকালে ঘটনার মূলহোতা হাসান ও বাবুল আদালতে আত্মসমর্পণ করে আদালতে জামিন আবেদন করেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মোস্তাাকিম তাসিন শুনানি শেষে তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, গত ১ জুন দুপুরে সাংবাদিক জাহেদুল ইসলাম, উপজেলার চরম্বা ইউনিয়নের রাজঘাটা ফকিরখীল এলাকায় হাসান বৈদ্য এর প্রতারণার তথ্য সংগ্রহ করে ফেরার হামলার শিকার হন। এ ঘটনায় তিনি লোহাগাড়া থানায় হাসান বৈদ্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ সাজু আক্তার নামে এক আসামিকে গ্রেপ্তার করে। প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন করে। জাহেদুল ইসলাম দৈনিক মানবকন্ঠ ও দৈনিক সাঙ্গু পত্রিকার লোহাগাড়া উপজেলা প্রতিনিধি ও লোহাগাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক।

ইত্তেফাক/পিও