১৮ জুন বিশ্ব বাবা দিবস। সব উৎসব পার্বণে বিশ্বরঙ-এর থাকে বিশেষ বিশেষ আয়োজন, তেমনি বিশ্ব বাবা দিবসে বিশ্বের সব বাবাকে শ্রদ্ধা জানাতে বিশ্বরঙ-এ রয়েছে বিশেষ ছাড়, অনলাইন ও যেকোনো শোরুম থেকে পোশাক কিনলেই পাচ্ছেন ৩০% মূল্য ছাড়।
বিশ্ব বাবা দিবস উপলক্ষে পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে বিভিন্ন গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের মোটিফ ও গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে স্বাভাবিকভাবে ব্যাবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভয়েল, স্লাব কাপড়।
পোশাক গুলোতে উজ্জ্বল রং এর পাশাপাশি রয়েছে প্রাকৃতিক রঙের অনন্য ব্যবহার, কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, এ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি।
িি.িনরংযড়িৎধহম.বিনংরঃব এই ওয়েব পেইজটি এবং নরংযড়িৎধহমভধহপষঁন ফেইজবুক পেইজের মাধ্যমে অনলাইনে ঘরে বসেই কিনতে পারেন আপনার পছন্দের পোশাকটি।