সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

প্রতিটি ছবিই যেন সময়ের গল্প বলে 

আপডেট : ১৩ জুন ২০২৩, ১৯:১৪

আগুনে দাউদাউ করে পুড়ছে পলিথিন ফ্যাক্টরি। আশপাশের সব বিল্ডিংয়ের বাসিন্দারা নিরাপদ দূরত্বে চলে গেলেন, পাশে বহুতল ভবনের একজন বৃদ্ধা শুধু রয়ে গেলেন। অগ্নিকাণ্ডের সময় তার ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে রডের রেলিঙের ফাঁক দিয়ে পাইপ দিয়ে ঢালছেন পানি। একদিকে দাবানলের তীব্রতা অন্যদিকে বাতাসের প্রচন্ড গতিবেগে বৃদ্ধার ঢালা এই ফোঁটা ফোঁটা পানি আগুন নিয়ন্ত্রণে আনতে কোনো ভূমিকাই রাখতে পারেনি। কিন্তু তবুও তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনমনে। ঠিক সেই মুহূর্তটি ক্যামরাবন্দি করে ফেলেন দৈনিক ইত্তেফাকের আলোকচিত্রী আব্দুল গণি। সময়ের ব্যবধানে সেই ছবি হয়ে ওঠে ব্যর্থতার গ্লানি মুছে চেষ্টা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণার গল্প হিসেবে।

২০২২ সালে ১৫ এপ্রিল ঢাকা চকবাজারের পলিথিন ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ডের সময় বৃদ্ধার উদার মানবিকতা আর অমিয় চেষ্টার সেই বিরল দৃশ্যের স্থিরচিত্র জায়গা করে নেয় দৃক-বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট ২০২৩-এ বর্ষসেরা ছবির খেতাব।

গত দুই বছর ধরে দৃক ফটো পিকচার লাইব্রেরি আয়োজন করে আসছে বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট। প্রতিবারের মতো এবারও বছরের শুরুতে দেশের সংবাদ মাধ্যমের আলোকচিত্রীদের কাছে আহ্বান করা হয় ছবি জমা দেওয়ার জন্য। রাজনীতি, শিল্প, সংস্কৃতি এবং ক্রীড়া ও জনমুখী সাংবাদিকতা—এই তিনটি ক্যাটাগরিতে মোট দেড় হাজারেরও বেশি ছবি জামা পড়ে। চার সদস্যের বিজ্ঞ বিচারক প্যানেল যাচাই-বাছাই শেষে প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ী একজন, বিশেষ সম্মাননা একজন নিয়ে বর্ষসেরা আলোকচিত্রীসহ মোট সাতজন বিজয়ীর কাজকে নির্বাচিত করেন পুরস্কারের জন্য।

শিল্প, সংস্কৃতি এবং ক্রীড়া বিভাগে বিজয়ী হয়েছেন ডেইলি গ্লোবাল নেশনের মো. শামছুল হক সুজা এবং বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন ইউএনবির আবু সুফিয়ান জুয়েল। রাজনীতি বিভাগে বিজয়ী হয়েছেন সিলেটের স্থানীয় দৈনিক কাজির বাজারের মামুন হোসেন, বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন ফোকাস বাংলার কুদ্দুস আলম। জনমুখী সাংবাদিকতায় বিজয়ী হয়েছেন বিপিএসের সরদার মোহাম্মদ রাফিউল ইসলাম, বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন রাফায়েত হক খান। বর্ষসেরা আলোকচিত্রীর পুরস্কার পান দৈনিক ইত্তেফাকের আলোকচিত্রী আব্দুল গণি। 

৯ জুন বিকাল ৫টায় পান্থপথে অবস্থিত দৃক পাঠ ভবনে এক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার প্রদানের পর নির্বাচিত ৩১টি আলোকচিত্র নিয়ে শুরু বাংলাদেশ প্রেস ফটো কনটেন্ট এক্সিবিশন ২০২৩। সবার জন্য উন্মুক্ত এই আলোকচিত্র প্রদর্শনী চলবে ১৮জুন, ২০২৩ পর্যন্ত। 

সময়ের সাক্ষী প্রতিটি ছবি
দৃক পাঠ ভবনের ৮তলায় আলোকচিত্র প্রদর্শনী হলরুমে ঢুকতেই হাতের বামদিকে প্রথম গ্যালারিতে দেখা মিলল দৈনিক ইত্তেফাকের আলোকচিত্রী আব্দুল গণির তোলা ‘বর্ষসেরা’ ছবি। যে ছবি আমাদের আত্ন-মানবতা আর সচেষ্টার গল্প জানায়। স্মরণ করিয়ে দেয়, প্রতিটি মানুষের কাজ যেকোনো ভালো কাজে নিজের সর্বোচ্চ সামর্থ্যটা দিয়ে চেষ্টা করে যাওয়া। সেটা হোক ক্ষুদ্র কিংবা মহত্তর কাজ।

বর্ষসেরা ছবির গ্যালারি পেরিয়ে একটু সামনে আগাতেই দেখা মিলল রাজনৈতিক ক্যাটাগরির নির্বাচিত ছবিগুলো নিয়ে সাজানো গ্যালারি। এই গ্যালারিতে স্থান পাওয়া ছবিগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছবি গত বছর ৩০০ টাকা মজুরি নির্ধারণের দাবিতে সিলেট চা শ্রমিকদের আন্দোলনের সময়ে তোলা একটি ছবি। হবিগঞ্জের চনুরঘাটে চা-শ্রমিকদের আন্দোলনের সময় এই স্থিরচিত্রটি ক্যামরাবন্দি করেন সিলেটের স্থানীয় কাজির বাজার পত্রিকার আলোকচিত্রী মামুন হোসেন। ছবিটিতে দেখা যায় লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করছে পুলিশ এমন সময় কয়েকজন নারী চা শ্রমিক মারমুখী হয়ে তেড়ে আসেন পুলিশের দিকে। ছবিটি সেসময় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল ফেলে। চা শ্রমিকদের উপর পুলিশের এমন ন্যাক্কারজনক ঘটনায় নেটিজনদের সমালোচনায় গণমাধ্যমে আলোচিত হয়ে ওঠে ছবিটি। 

বামদিকে একদম শেষ গ্যালারিতে স্থান পায় জনমুখী সাংবাদিকতা ক্যাটাগরিতে নির্বাচিত ছবিগুলো। এই গ্যালারিতে স্থান পাওয়া ছবিগুলোর একটিতে দেখা মিলল রাস্তায় ট্রাক থামিয়ে ট্রাফিক পুলিশের ঘোষ গ্রহণের দৃশ্য। গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সব ঠিক থাকলেও সড়কে গাড়ি চালাতে পুলিশকে দেয়া লাগবে ঘুষ— এমনই এক গল্প যেন বলে ছবিটি। ছবিটির আলোকচিত্রী প্রথম আলোর দিপু মালাকার। এই গ্যালারিতে স্থান পাওয়া উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে একটি গত বছর সিলেটে ভয়ংকর বন্যায় মানবিক বিপর্যয়ে এক বৃদ্ধকে ভ্যানে চেয়ারে বসিয়ে কয়েকজন যুবক পানি থেকে নিরাপদ দূরতে সরিয়ে নেওয়ার দৃশ্য। এছাড়াও একজন স্কুলশিক্ষার্থীর প্রতি পশুপ্রেমের বিরল দৃশ্যসহ অনেকগুলো বিষয় ফুটে ওঠে গ্যালারিতে স্থান পাওয়া ছবিগুলোতে। প্রতিটি ছবিই যেন সময়ের গল্প বলে। আঙুল দিয়ে দেখিয়ে দেয় সমাজ, রাষ্ট্র ও রাজনীতিতে বৈষম্য, মানবিক ও প্রতিবাদের গল্প।

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন