বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চীনে উৎসবের দিনে রেস্টুরেন্টে বিস্ফোরণ, নিহত ৩১

আপডেট : ২২ জুন ২০২৩, ১০:২৪

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বারবিকিউ রেস্টুরেন্টে রান্নার গ্যাস থেকে বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন।

চীনা সংবাদমাধ্যম সিজিটিএন বৃহস্পতিবার (২২ জুন) প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। এর পরেই রেস্টুরেন্টজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।

তিন দিনের ড্রাগন বোট উৎসবের ছুটির আগে বিস্ফোরণ ঘটলো। এ সময়টাতে চীনের বহু মানুষ বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে উৎসবে মাতে।

দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বুধবার ঐতিহ্যবাহী ড্রাগন বোট ফেস্টিভ্যালের আগে ইনচুয়ানের জিংকিং জেলার একটি ব্যস্ত রাস্তায় লোকজন জড়ো হচ্ছিল। পাশেই ছিল রেস্টুরেন্টের অবস্থান। মূলত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণটি ঘটেছে।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বারবিকিউ রেস্টুরেন্টে বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

চীনা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমিটি জানিয়েছে, বিস্ফোরণের ফলে ৩৮ জন হতাহত হয়েছে। ৩১ জন মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। গুরুতর অবস্থায় একজনসহ সাতজন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির ফুটেজে দেখা গেছে, রেস্টুরেন্টের সামনের গর্ত থেকে ধোঁয়া বের হচ্ছে। সেখানে এক ডজনেরও বেশি দমকলকর্মী কাজ করছেন। কাচের টুকরো এবং অন্যান্য ধ্বংসাবশেষ অন্ধকার রাস্তায় ছড়িয়ে পড়ে আছে।

বিস্ফোরণের পরে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের লোকজন ও যৌথ টিম ঘটনাস্থলে পাঠানো হয়। জরুরি চিকিৎসা সহায়তার জন্য যৌথ টিমের সঙ্গে চিকিৎসকরাও যান। স্থানীয় উদ্ধারকারী দল ১০২ জন লোক ও ২০টি গাড়ি ঘটনাস্থলে পাঠায়। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরের দিকে উদ্ধার অভিযান শেষ হয়।

ইত্তেফাক/এসকে