জামালপুরের সরিষাবাড়ীতে লবণ ও শুকনা মরিচের গুঁড়ো মিশিয়ে গরম পানি ঢেলে ঘুমন্ত স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সেংগুয়া গ্রামে এ ঘটনায় ভুক্তভোগী রুবেল মিয়া (৩৮) একই এলাকার আমজাদ ভুইয়ার ছেলে।
হাসপাতাল ও স্থানীয়দের বরাতে সরিষাবাড়ী থানার এসআই মাসুদ খালিদ জানান, প্রথম স্ত্রীর মৃত্যুর পর ১৫ বছর আগে ধনবাড়ী উপজেলার কাঠালিয়াবাড়ীর নুরুলের মেয়ে নাছিমা বেগমের সঙ্গে রুবেল মিয়ার বিয়ে হয়। এ দম্পতির দুই কন্যা সন্তান রয়েছে। এরপর রুবেল টারিয়াপাড়া এলাকার রাশেদা নামে এক নারীকে তৃতীয় বিয়ে করেন। এরপর থেকে নাছিমাকে একাধিকবার তালাক দিয়ে পুনরায় বিয়ে করে রুবেল। এ নিয়ে পারিবারিক কলহ চলছে দীর্ঘদিন ধরে। এছাড়াও রুবেল তার স্ত্রী নাছিমাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।
এর জের ধরে অভিযুক্ত নাসিমা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রুবেলের ভাতিজা আব্দুর রশিদ বলেন, চাচার চিৎকারে আমি এগিয়ে গিয়ে দেখি আমার চাচার ওপর গরম পানি ঢেলে শরীরের বিভিন্ন স্থানে ঝলসে দিয়েছে। পরে চাচাকে চিকিৎসার জন্য সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।