মাদারীপুরের ডাসারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে আটক করেছে। মঙ্গলবার (৪ জুলাই) সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ডাসার থানার ওসি হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় সিরাজ মল্লিক ও এমদাদ খানের মধ্যে মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হাত বোমার বিস্ফোরণ এবং ৮টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
এ সময় দু’গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে আহতদের মাদারীপুর সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, সংঘর্ষের ঘটনায় ৪ জনকে আটক করেছি। তবে এখনো কেউ অভিযোগ করেনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।