বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘সেভিং মাদার ন্যাচার, সেভিং আস’

তিন সংগঠনের সাফল্য

মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের ইউএসএইড প্রকল্পের অধীনে ‘সেভিং মাদার ন্যাচার, সেভিং আস’ শীর্ষক ক্যাম্পেইনে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কমিউনিটি এনভায়রনমেন্ট কনজার্ভেশন গ্রুপের ১৫টি দল অংশ নেয়। দেশের জলবায়ু ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অধিকতর গুরুত্বপূর্ণ অবদান রাখছে এমন তিন সংগঠনকে অনুদান দিয়েছে মার্কিন দূতাবাস। সংগঠন তিনটির গল্প জানাচ্ছেন শাকিরুল আলম শাকিল

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ২০:০৬

শরুব ইয়ুথ টিম

শরুব ইয়ুথ টিম
দেশের দক্ষিণের উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তন রোধ ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২০২১ সালে কয়েকজন উদ্যমী তরুণের হাত ধরে গড়ে উঠে ‘শরুব ইয়ুথ টিম’। সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলে লবণাক্ততামুক্ত ও পানের উপযুক্ত সুপেয় পানি সরবরাহের বিভিন্ন উদ্ভাবনী পদ্ধতি তুলে ধরে ইউএসএইড’র বিচারে চ্যাম্পিয়ন হয়েছে সংগঠনটি। সাতক্ষীরা অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ, দুর্যোগ মোকাবেলা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে কাজ করছে এটি। সংগঠনটির পরিচালক এস. এম জান্নাতুল নাঈম ইত্তেফাক প্রজন্মকে বলেন, ‘দেশের অবহেলিত ও প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা একঝাঁক তরুণের আইডিয়া জাতীয় পর্যায়ে সেরা হয়েছে—এটি বড় আনন্দের। ‘সেভিং মাদার ন্যাচার, সেভিং আস’ ক্যাম্পেইন থেকে আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলার বাস্তবসম্মত ও টেকসই নানা বিষয়ে শিখেছি। পাশাপাশি আমাদের আইডিয়াটি উপকূলবাসীর পানি সংকট মোকাবেলায় মুখ্য ভূমিকা রাখবে বলে আশাবাদী।’

 

পিসাইকেল

পিসাইকেল
স্কুলগামী কিশোর-কিশোরীদের মাঝে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা তৈরি এবং দৈনন্দিন জীবনে সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় আগ্রহ সৃষ্টি করতে ‘পিসাইকেল’র জন্ম। এর প্রজেক্ট গ্রিন প্রিমিসেস ইউএসএইড’র তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। এ প্রজেক্টের আওতায় স্কুলে বর্জ্য ব্যবস্থাপনার কৌশল শেখানোর পাশাপাশি শিক্ষার্থীদেরকে দৈনন্দিন সৃষ্ট বর্জ্য পদার্থ পৃথকীকরণ এবং তা থেকে বিভিন্ন উপকারী বস্তু তৈরির প্রক্রিয়া হাতেকলমে শেখানো হবে। ইত্তেফাক প্রজন্মকে দেওয়া সাক্ষাত্কারে পিসাইকেল’র টিম লিডার শাহরিন সিদ্দিকা চৈতি বলেন, ‘শুরু থেকেই পিসাইকেল সদস্যদের লক্ষ্য ছিল সাসটেইনেবল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করার। পাশাপাশি চেষ্টা ছিল বর্জ্যকে সম্পদে রূপান্তর করা। যেন তা পরবর্তী সময়ে আবার ব্যবহারযোগ্য করে তোলা যায়। এরই ধারাবাহিকতায় গ্রিন প্রিমিসেস আইডিয়ার জন্ম। আইডিয়াটি নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।’

 

বিওয়াইইআই

বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ
‘কিডস ফর নেচার’ রূপরেখার জন্য দ্বিতীয় রানার্সআপ হয়েছে বাংলাদেশ ইউথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ (বিওয়াইইআই)। ২০০৯ সাল থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টি ও পরিবেশ দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুযোগ তৈরিতে কাজ করে যাচ্ছে বিওয়াইইআই। তাদের কিডস ফর নেচার প্রজেক্টটি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মাঝে হাতেকলমে জলবায়ু সচেতনতা সৃষ্টি ও পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করবে। এছাড়াও আর্থ অলিম্পিয়াড, আর্থ চ্যাম্পিয়ন ফেলোশিপ প্রোগ্রাম, গ্রিন স্কিল প্রোগ্রাম, আর্থ পলিসি ডায়লগসহ বেশকিছু প্রকল্প পরিচালনা করে যাচ্ছে তারা। বিওয়াইইআই’র পরিচালক ফাইরুজ হুমায়রা ইত্তেফাক প্রজন্মকে বলেন, ‘ক্যাম্পেইনটি ছিল আমাদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। আমাদের আইডিয়াটি সেরা তিনে নির্বাচিত হওয়ায় অনেক আনন্দিত এবং নিজেদের সৌভাগ্যবান মনে করছি। ক্যাম্পেইনে বিভিন্ন উদ্ভাবনী আইডিয়ার সাথে পরিচিত হয়েছি, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজেদের দৃষ্টিভঙ্গি  তুলে ধরার সুযোগ পেয়েছি।’

ইত্তেফাক/এসটিএম