বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দুই হাজার প্রান্তিক কৃষককে দেওয়া হয়েছে এবি ব্যাংকের ‘স্মার্ট কৃষি ঋণ’ 

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ২০:১১

ভোলার বোরহানউদ্দিনে দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ‘স্মার্ট কৃষি ঋণ’ বিতরণ করেছে এবি ব্যাংক লিমিটেড। ব্যাংকের তত্ত্বাবধানে স্মার্টকার্ডের মাধ্যমে এসব কৃষি ঋণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে সরকারি আব্দুল জব্বার কলেজ অডিটোরিয়ামে এসব কৃষি ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

অনুষ্ঠানে এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল বলেন, আমরা সারাদেশের ৪০০ ইউনিয়নে ইতিমধ্যে কৃষি ঋণ বিতরণ করেছি। ধারাবাহিকভাবে এই ঋণ বিতরণ কর্মসূচি চালিয়ে যাব।

ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী বলেন, দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য আমরা সারাদেশে দরিদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ঋণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। এ পর্যন্ত আমরা সাড়ে ১২ হাজার একর জমিকে চাষাবাদের আওতায় এনেছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (বরিশাল) স্বপন কুমার দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর হোসেন, সরকারি আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র মিস্ত্রি, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ার আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার নওরীন হকসহ আরও অনেকে।

ইত্তেফাক/এবি/পিও

এ সম্পর্কিত আরও পড়ুন