শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

লাভের আশার গুড়ে বালি জেলেদের

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১১:০৪

৬৫ দিন নিষেধাজ্ঞা শেষে মহা আনন্দে সাগরে মাছ শিকারে যান জেলেরা। কিন্তু লাভের আশায় গুড়ে বালি জেলেদের। কারণ জাল ফেলার আগেই হঠাৎ সাগর উত্তাল হওয়ায় শত শত ট্রলার মহিপুর ও আলীপুরে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে বলে জানিয়েছে মৎস্য সমিতি। 

মঙ্গলবার (২৫ জুলাই) গভীর রাত পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক ট্রলার সাগর থেকে তীরে ফিরে আসে। 

মৎস্য সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনসার মোল্লা বলেন, সাগর উত্তাল হয়ে যাওয়ার কারণে জীবন বাঁচাতে তারা তীরে ফিরে এসেছেন। সাগরে জাল পাতার পরিবেশ নেই। জ্বালানী, খাবার, বরফসহ এক একটি ট্রলার কমপক্ষে ৩০ থেকে ৪০ হাজার টাকার মালামাল নিয়ে সাগরে মাছ শিকারে গেলেও জেলেরা শূন্য হাতে কিনারে ফিরে এসেছেন।

মঙ্গলবার গভীর রাত পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক ট্রলার সাগর থেকে তীরে ফিরে এসেছে। ছবি: ইত্তেফাক

তিনি বলেন, দাদন ব্যবসায়ী, মহাজন ও জেলে পরিবারের মাথায় হাত। তাদের চোখে-মুখে দুঃচিন্তার ছাপ পড়েছে। 

ইত্তেফাক/আরএজে