শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের বদলে অভিনেতা রাজ্জাকের ছবি, ক্ষমা চাইল আনন্দবাজার পত্রিকা

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৭:২৫

ভারতের ক্ষমতাসীন বিজেপির আমন্ত্রণে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল দিল্লি যাওয়ার কথা রয়েছে। রোববার (৬ আগস্ট) উক্ত সংবাদ প্রকাশের খবরে ভারতের আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের পরিবর্তে একসময়ের জনপ্রিয় অভিনেতা রাজ্জাকের ছবি ছাপানো হয়। এ নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার পর ছবিটি তুলে ক্ষমা চায় পত্রিকাটি।   

পরে অভিনেতা আব্দুর রাজ্জাকের ছবি তুলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়।

অভিনেতা আব্দুর রাজ্জাকের ছবি তুলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়।

এ বিষয়ে আনন্দবাজার অনলাইন বলছে, এটি একটি অনিচ্ছাকৃত ত্রুটি। ক্ষমা চেয়ে পত্রিকাটি উল্লেখ করে, ‘এই প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময় আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাকের ভুল ছবি দেওয়া হয়েছিল। ছবিটি ছিল বাংলাদেশের একসময়ের জনপ্রিয় অভিনেতা আব্দুর রাজ্জাকের। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা আন্তরিক দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’  

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সোমবার চার দিনের সফরে নয়াদিল্লি পৌঁছাবেন দলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।  বিজেপি সূত্রের দাবি, দলীয় সম্পর্ক নিবিড় করতে এই উদ্যোগ। 

এই প্রতিনিধি দলে কৃষিমন্ত্রী ছাড়াও থাকবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, দলের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এবং দুই এমপি মেরিনা জাহান কবিতা এবং আরমা দত্ত। আগামী ৯ আগস্ট তাদের ঢাকা ফেরার কথা।

ইত্তেফাক/এসজেড