টঙ্গীতে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে ডাকাতির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সুইচ গিয়ার, চাপাতি ও লুণ্ঠিত মোবাইলফোন উদ্ধার করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার (১০ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী স্টেশনে পৌঁছার আগ মুহূর্তে ১০ থেকে ১২ জন দুষ্কৃতিকারী ট্রেনটিতে উঠে যাত্রীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়।
যাত্রীরা বাধা দিতে চাইলে তাদেরকে ছুরিকাঘাত ও ট্রেনের জানালা দিয়ে যাত্রীদের দিকে পাথর নিক্ষেপ করে। এতে অনেক যাত্রী আহত হয়। একসময় ট্রেনের ভেতর যাত্রীরা ভয়ে কান্নাকাটি করতে থাকে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর টঙ্গী পূর্ব থানার ওসির নেতৃত্বে পুলিশের চারটি টিম টঙ্গী এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। এ সময় ৯ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।