বগুড়ার নন্দীগ্রামে ভুয়া মেজর পরিচয়ে তরুণীকে বিয়ে করার অভিযোগে রেজা ওরফে আপন (৪০) নামে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২০ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
জানা গেছে, সেনা বাহিনীর মেজর পরিচয় দিয়ে রেজা ওরফে আপন পাঁচ মাস আগে নন্দীগ্রাম পৌর এলাকার কলেজপাড়ার এক তরুণীকে বিয়ে করে। এরপরে বিভিন্ন সময় শ্বশুর বাড়িতে বেড়াতে আসে মেজর পরিচয়দানকারী রেজা। এ সময় তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ রোববার রাতে কলেজপাড়া শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুয়া মেজরের শাশুড়ি তার বিচার দাবি করে নন্দীগ্রাম থানায় মামলা করেছেন।
নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ভুয়া মেজর পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে সে। তিনি নন্দীগ্রামে মেজর পরিচয় দিয়ে বিয়ে করেছে। সে একেক জায়গায় একেক নাম ব্যবহার করেছে। বাড়ির ঠিকানাও বিভিন্ন জায়গার নাম বলেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।