শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চুরির অপবাদে লোহার রড় ও লাঠি দিয়ে শিশুকে পেটানোর অভিযোগ, গ্রেপ্তার ৩

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৭:২৩

মানিকগঞ্জের ঘিওরে টাকা চুরির অপবাদ দিয়ে ১০ বছরের এক শিশুকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২১ আগস্ট) বিকালে উপজেলার বড়টিয়া ইউনিয়নের করজনা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন করজনা গ্রামের খৈমুদ্দিনের ছেলে শাহজাহান, একই গ্রামের মেহের কান্তি রায়ের ছেলে সনোজ কান্তি রায় ও সচিন দে মণ্ডলের ছেলে বিধান মণ্ডল। 

স্থানীয়রা জানান, ১৬ আগস্ট দুপুরে করজনা বাজারের মুদী ব্যবসায়ী শাহজাহান শিশুটিকে তার দোকানের সামনের বেঞ্চে বসিয়ে রেখে গোসল করতে যায়। গোসল শেষে শাহজাহান দোকানে এসে তাকে বাড়ি যেতে বলে। বাড়ি আসার পথে টাকা চুরি করার অপবাদে ব্যবসায়ী শাহজাহান শিশুটিকে বাজারে ধরে নিয়ে যায়। এ সময় তার বিরুদ্ধে দোকান থেকে ১৫ হাজার টাকা চুরি অপবাদ দেওয়া হয়। এই অভিযোগে শিশুটিকে অমানুষিক নির্যাতন করা হয়। স্থানীয় সনোজ কান্তি রায়, বিধান, মনোজ কান্তি রায়সহ আরও কয়েকজন মিলে শিশুটিকে লোহার রড় ও লাঠি দিয়ে বেধম মারধর করলে মাটিতে লুটিয়ে পরে। মারধরের ফলে শিশুটির হাঁটুতে মারত্মক জখম হয় এবং পায়ের হাড় ভেঙে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 

ভুক্তভোগীর বাবা মজনু মিয়া বলেন, মিথ্যা অপবাদ দিয়ে আমার ছেলেকে অমানুষিক নির্যাতন করেছে। আমি এর ন্যায্য বিচার চাই। 

ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, টাকা চুরির অপবাদে শিশুটিকে অমানবিক নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এবি