বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিএনপি করায় স্বামীকে তালাক, থানায় অভিযোগ

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ২২:২০

বিএনপি করায় রহিমা বেগম (৪৩) নামে এক নারী তার স্বামীকে তালাকের নোটিস পাঠিয়েছেন বলে জানা গেছে। তবে ওই তালাকের নোটিসের পর তিনি স্বামীর বিরুদ্ধে হুমকি ও নির্যাতনের অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি করেছেন। 

রহিমা সাভারের তেতুলঝোড়া ইউনিয়নের শাহজানের মেয়ে। বর্তমানে বাবার বাড়িতেই থাকেন তিনি।

রহিমা বেগম নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে জানান, মানিকগঞ্জের সিংগাইর থানার খাসিরচর গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে ফরহাদ মিয়ার (৫৫) সঙ্গে তার বিয়ে হয়। তাদের বর্তমানে দুটি মেয়ে সন্তান রয়েছে। প্রায় দশ বছর যাবৎ স্বামীর সঙ্গে তার বিরোধ চলছিল। নেশার টাকার জন্য মাঝেমধ্যেই তার ওপর নির্যাতন চালাতেন স্বামী। বেশ কয়েক বছর যাবত সন্তানদের ভরণপোষণও দেন না। টাকা চাইতে গেলেই গালিগালাজ করতেন। একপর্যায়ে গত বৃহস্পতিবার তিনি তার স্বামীকে তালাকের নোটিস দেওয়ার পর তাকে প্রাণনাশের হুমকি দেন স্বামী। পরে এ ঘটনায় ওইদিন রাতেই তিনি থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

রহিমা বেগম আরও জানান, তার স্বামী বিএনপির মিছিলে যান। অনেক নিষেধ করার পরও মিছিলে যাওয়া আটকাতে পারেননি। তিনি নিজে আওয়ামী লীগ করেন। অথচ তার স্বামী বিএনপির মিছিলে যান, নেশা করে গাড়িতে আগুন দেন। এসব নিষেধ করতে গেলেই ওপর চলে নির্যাতন। এ কারণেই তিনি স্বামীকে তালাকের নোটিস পাঠিয়েছেন।

জিডির বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, স্বামীর বিরুদ্ধে হুমকি ও নির্যাতনের অভিযোগ তুলে এক নারী থানায় সাধারণ ডায়েরি করেছেন। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। 

ইত্তেফাক/পিও