বরিশালের আগৈলঝাড়ায় বিএনপির কমিটিতে নাম থাকায় দুই আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ এবং সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন উপজেলার গৈলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মনির তালুকদার এবং রত্নপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি সদস্য সুরেশ চন্দ্র বিশ্বাস।
জানা যায়, গত ২৩ আগস্ট উপজেলা বিএনপি অনুমোদিত গৈলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে ২৪ নম্বর সদস্য হিসেবে মনির তালুকদারের নাম এবং রত্নপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে ১৪ নম্বর যুগ্ম সম্পাদক হিসেবে সুরেশ বিশ্বাসের নাম পাওয়া যায়।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে দলের সকল প্রকার সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হয়েছে। দলে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এই ব্যবস্থা অব্যাহত থাকবে।