রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সরকারি প্রকল্পের ৩৬০ কেজি চাল জব্দ, ২ ডিলারকে জরিমানা 

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ২১:২১

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণের সময় ডিলারের গুদামে হিসাব বর্হিভূত ৩৬০ কেজি (১২ বস্তা ৩০ কেজি করে) চাল পাওয়ায় জব্দ করা হয়েছে। একই সঙ্গে ওজনে কম দেওয়ায় দুই ডিলারকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৭ আগস্ট) তিনি এ অভিযান চালান। অভিযানকালে আছিম বাজারের ডিলারের সহযোগী জাহাঙ্গীর আলম চাল বিতরণকালে ওজনে কম দেওয়ায় ৫ হাজার টাকা ও কৈয়ারচালা নছের দোকানের ডিলার জালাল উদ্দিনের গুদামে হিসাব বর্হিভূত ৩৬০ কেজি (১২ বস্তা প্রতি বস্তা ৩০ কেজি) চাল পাওয়ায় জব্দ করেন। সেইসঙ্গে ওজনের কম দেওয়া ও রেজিষ্ট্রার খাতাতে হিসাব ঠিক না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করেন। 

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহা. নাহিদুল করিম জানান, আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

ইত্তেফাক/পিও