শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মন্ত্রীর ছেলের ডাকে না যাওয়ায়

লালমনিরহাটে প্রকৌশলীকে লাঞ্ছিতের অভিযোগ, ২৪ ঘণ্টা পার হলেও মামলা হয়নি

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ২২:১৮

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে নেসকোর নির্বাহী প্রকৌশলীর ওপর হামলা এবং কর্মচারীদের লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অফিসটি তালাবদ্ধ রয়েছে।

এদিকে, কালীগঞ্জ নেসকোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে হামলা-ভাঙচুর ও প্রকৗশলী-কর্মচারীদের লাঞ্ছিতের ঘটনায় বগুড়া নেসকোর তত্বাধায়ককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদের ডাকে দেখা করতে না যাওয়ায় মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা দুইটার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল, সহসভাপতি নুরুন্নবীসহ ৮-১০ জন নেসকোর নির্বাহী প্রকৌশলী রকি চন্দ্র দাসের অফিস কক্ষে আসেন। তারা নেসকো অফিসের আলমারি ও ডিজিটাল হাজিরা মেশিন ভেঙে ফেলেন এবং উপ-সহকারী প্রকৌশলীদের চড়-থাপ্পর দিয়ে বের করে দেন। এ সময় কর্মচারীদেরও মারধর করা হয়। এ ঘটনার ২৪ ঘণ্টা পেরুলেও থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি।

কালীগঞ্জ নেসকোর কার্যালয়ের আয়া মাজেদা বেগম বলেন, স্যারদের নির্দেশে অফিসের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছি। ঘটনার ব্যাপারে তিনি বলেন, ‘ওরা যখন হইহল্লা করতে করতে অফিসে ঢুকে রকি চন্দ্র দাস স্যারকে গালাগালি আর মারতে চাইল, আমি তাদেরকে বলি, আমি স্যারের সামনে দাঁড়াই, আগে আমাকে মারতে হবে। তখন ওরা ধাক্কাধাক্কি শুরু করে, আমার শরীর হাত-পা ভয়ে কাঁপতে থাকে। প্রাণভয়ে দৌড়ে পাশের রুমে গিয়ে পড়ে যাই। কী হয়েছে আর কিছু বলতে পারি না।’

কালীগঞ্জ অফিসের একাধিক কর্মকর্তা ও কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, নেসকোর মতো গুরুত্বপূর্ণ অফিসে যদি এভাবে হামলা ও ভাঙচুর হতে পারে, প্রকৌশলীরা অফিসে লাঞ্ছিত হন, শুধু মন্ত্রী ছেলের সঙ্গে দেখা না করার জন্য, তাহলে হামলাকারীদের হাত থেকে কীভাবে সাধারণ মানুষ রক্ষা পাবে?

রংপুর নেসকোর বিভাগীয় কার্যালয়ের প্রধান প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, কালীগঞ্জ নেসকোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে হামলা-ভাঙচুর এবং প্রকৌশলী-কর্মচারীদের লাঞ্ছিতের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বৃহস্পতিবার সরেজমিনে পর্যবেক্ষণ করবেন।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, পুলিশ হামলা ও ভাঙচুরের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ নেসকোর কার্যালয়ে হামলা, ভাঙচুর সহ প্রকৌশলী-কর্মচারীদের লাঞ্ছিত করার ঘটনায় আংশিক সত্যতা পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে গতকাল রাতে কালীগঞ্জ থানা পুলিশ উদ্ধুতন কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন দাখিল করেছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে নেসকোর কালীগঞ্জ নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে অফিস তালাবদ্ধ অবস্থায় দেখতে পাই। পরে তালা খুলে অফিসের ভেতরে ঢুকে কক্ষগুলো দেখি। এ সময় কর্মচারীদের অফিস খোলা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নেসকোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতিনিধি বিষয়টি সরেজমিনে দেখতে এখানে আসবেন।

 

ইত্তেফাক/এবি