বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ করছে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টার পর থেকেই নেতা-কর্মীদের মিছিল নিয়ে সমাবেশ স্থলে ঢুকতে দেখা যায়। তবে দুপুর গড়িয়ে বিকাল হলেও সমাবেশে প্রবেশ না করেই ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই শোডাউন দিতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বেলা ৩টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মিছিল নিয়ে যাচ্ছেন কুমিল্লা থেকে আসা ছাত্রলীগের একটি গ্রুপ। আবার বেলা সাড়ে তিনটায় দেখা যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় গেট দিয়ে মিছিল নিয়ে বের হচ্ছেন নোয়াখালী থেকে আসা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে অনেক নেতা-কর্মী বসে থাকতে দেখা যায়। তাদের সঙ্গে কথা বললে জানান, বাইরে থেকেই মাইকে শোনা যায় তাই ভেতরে যাচ্ছে না।
ময়মনসিংহ থেকে আসা আশিকুল ইসলাম বলেন, দুপুরের পর গেট দিয়ে ঢুকতে গেছি। কিন্তু অনেক ভিড় থাকায় আর ঢুকতে পারিনি। আমাদের সঙ্গে আসা অনেকেই ঢুকেছে। আমরা আবার অনেকেই ঢুকতে পারিনি।
নোয়াখালী থেকে আসা কামরুল হাসান বলেন, গেটে অনেক মানুষ ভিড় করছে। এত ভিড় ঠেলে ভেতরে যাইনি। আবার ভেতরে গেলে বের হতেও দেয় না শুনেছি। তাই আর ভেতরে যাইনি। আর তাছাড়া বাইরে থেকে সবার বক্তব্য শোনা যাচ্ছে।
এ রিপোর্ট লেখার সময় সাড়ে ৫টায় মঞ্চে বক্তব্য রাখছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ছাত্রলীগের নেতা-কর্মী ভাইবোনদের আমার শুভেচ্ছা জানাই। তারপর হাসতে হাসতে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা আমার নাতিপুতি। কারণ আমি তো নানি-দাদি হয়ে গেছি।
সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। দুনীতির বিরুদ্ধে, অর্থপাচারের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে।
সমাবেশে প্রধানমন্ত্রী বর্তমান প্রেক্ষাপটে তরুণদের দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন বলে জানান আয়োজকরা। সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদ শেখ ইনানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।
এর আগে শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন গেটের সামনে জড়ো হতে থাকেন। মিছিল-স্লোগানে টিএসসি গেইট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেট, বাংলা একাডেমির সামনের গেইটসহ পুরো সোহরাওয়ার্দী উদ্যান এলাকা মুখরিত হয়ে উঠেছে।