সাভারের হেমায়েতপুর এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় অবস্থিত দীপ্ত এ্যাপারেলস লিমিটেডের কারখানার সামনে এ বিক্ষোভ কর্মসূচী পালন করেছে শ্রমিকরা।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, দীপ্ত এ্যাপারেলস লিমিটেডের কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানায় কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির সহস্রাধিক শ্রমিক।
ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ, গত ৩-৪ দিন আগে কারখানা কর্তৃপক্ষ অর্থনৈতিক সংকটের কারণ দেখিয়ে গত আগষ্ট মাসের বেতন আগামী ১৮ তারিখে পরিশোধের ঘোষণা দেয়। এর পর থেকেই শ্রমিকদের মাঝে অসন্তোষ চলে আসছিলো।
তিনি আরও বলেন, কারখানার মিড লেভেল কর্মীদের গত ৫ মাসের বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ তাদের বেতন পরিশোধ না করায় তারাও আজকে সাধারন শ্রমিকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভে যোগ দেয়।
নাম প্রকাশ না করার শর্তে কারখানাটির একজন মিড লেভেল কর্মী জানান, মালিকপক্ষ কখনোই পরিষ্কারভাবে কিছু জানায় না। আমাদের পাঁচ শতাধিক কর্মীর চলতি মাসসহ ৫ মাসের বেতন বকেয়া রয়েছে। কবে বেতন দেওয়া হবে মালিকপক্ষের কাছে জানতে চাইলে আমাকে বের করে দেওয়া হয়।
শ্রমিক অসন্তোষের বিষয়ে জানতে কারখানাটির কর্মকর্তাদের সঙ্থেগে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. মামুন সাংবাদিকদের বলেন, কারখানাটিতে সব মিলিয়ে প্রায় ৩২০০ কর্মী রয়েছে। বেতন নিয়ে কারখানাটিতে সমস্যা রয়েছে, কারখানার অভ্যন্তরে বিষয়টি নিয়ে বেশ কিছুদিন যাবত ঝামেলাও চলছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।