সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জাবিতে ক্যারিয়ার ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৯

একাডেমিক ডিগ্রি অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের চাকরির বাজার সম্পর্কে ধারণা দিতে ও চাকরিতে প্রবেশের সুযোগ সৃষ্টির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার।

শনিবার (০৯ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের সামনে সকাল নয়টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত হয়। এ ক্যারিয়ার ফেয়ারের আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। 

ক্যারিয়ার ফেয়ার জাবির সকল বিভাগের গ্র্যাজুয়েটদের জন্য উন্মুক্ত করা ছিল। বাংলাদেশের স্বনামধন্য ২২ টি আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান, গবেষণা ও আইটি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়। ফলে গ্র্যাজুয়েটরা তাদের পছন্দের প্রতিষ্ঠানে সিভি দেওয়া দেওয়াসহ চাকরিতে প্রবেশের নানাবিধ নিয়ম সম্পর্কে জানার সুযোগ পায়।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পরিচালক ও অ্যাসোসিয়েশনের মিডিয়া অ্যান্ড পিআর সেক্রেটারি মো. ওয়াহিদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

দিনব্যাপী এ ক্যারিয়ার ফেয়ারের অংশ হিসেবে পরিসংখ্যান বিভাগের গ্যালারি রুমে এক ক্যারিয়ার বিষয়ক সেমিনারের আয়োজন করা হয় যেখানে জাবির পরিসংখ্যান বিভাগের প্রায় ৩৫০ জন ছাত্র-ছাত্রী, গ্র‍্যাজুয়েট অংশগ্রহণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। অনুপ্রেরণামূলক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দ্য সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্মসচিব  সৈয়দা ফারহানা কাউনাইন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবির।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন করেন এ কে এম ফজলুল হক মিয়া, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক; মো. লুৎফর রহমান, এমডি, কন্টেসা; রিয়াজুল হাকিম বাবুল, সাবেক বিভাগীয় প্রধান, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ; অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মজিবর রহমান, পরিসংখ্যান বিভাগ, জাবি ও অধ্যাপক ড. রুমানা রইছ, শিক্ষার্থী উপদেষ্টা, পরিসংখ্যান বিভাগ, জাবি প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (সিআইবি) ও অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনিছুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে কৌশল, বর্তমান চাকরির বাজার সম্পর্কে ধারণা ও দক্ষতা বাড়াতে ছাত্র-ছাত্রীদের করণীয় বিষয়ের ওপর গুরুত্ব দেন। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদেরকে দক্ষ ও যোগ্যতাসম্পন্ন হওয়ার জন্য করনীয় উপায় নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন বক্তারা। এসময় তারা নিজের জীবনের গল্প শুনিয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানে জাবি পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি ২০২৩ এর আওতায় বিভাগের ১৫ জন শিক্ষার্থীকে এক বছরের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কল্যানমূখী কাজ করে এ সংগঠন ইতিমধ্যে ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে বেশ সুনাম অর্জন করেছে।

ইত্তেফাক/এআই